৪৪তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা বিসিএস লিখিত: আন্তর্জাতিক বিষয়াবলি মোহাইমিনুল ময়, ৪০তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে ১ম স্থান অধিকারী।বিসিএস প্রিলিমিনারি পাসের পর লিখিত পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারিতে যাঁরা উত্তীর্ণ হন, তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ছয়টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে। এ ছাড়া টেকনিক্যাল ক্যাডারের জন্য আলাদা নিজস্ব বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা হয়। বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে বিসিএস লিখিত প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো। আন্তর্জাতিক বিষয়াবলিতে কৌশলী হলে অনেক ভালো নম্বর পাওয়া যায়। এতে তিন ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। প্রশ্ন হয় ৩টি ধাপে। ১. ধারণাগত সমস্যা ২. পরীক্ষামূলক সমস্যা ৩. সমস্যা সমাধান ধারণাগত সমস্যা এই সেকশনে মোট ৪০ নম্বর। এখানে ১০টি উত্তর করতে হয়। ১০টি প্রশ্নের জন্য সময় পাবেন ৭০-৭২ মিনিট। এই অংশে বেশির ভাগই সংজ্ঞা (Definition) আসে। কিছু নির্দিষ্ট টপিকের উত্তর দিতে হবে। প্রাসঙ্গিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সরাসরি মূল প্রসঙ্গে চলে যাবেন এবং পরে ৩-৪টি অনুচ্ছেদের মধ্য দিয়ে মূল প্রসঙ্গ নিয়ে আলোচনাটি শেষ করবেন। ...
BCS Exam is most exam in every education life. Bcs is one of the most Job Curricular. If you need any help BCS Exam, Any Job Preparation, BCS Preliminary Preparation, Bank Job Preparation feel free contact me.