Skip to main content

Posts

Showing posts from July, 2022

44th BCS written preparation

৪৪তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা বিসিএস লিখিত: আন্তর্জাতিক বিষয়াবলি মোহাইমিনুল ময়, ৪০তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে ১ম স্থান অধিকারী।বিসিএস প্রিলিমিনারি পাসের পর লিখিত পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারিতে যাঁরা উত্তীর্ণ হন, তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ছয়টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে। এ ছাড়া টেকনিক্যাল ক্যাডারের জন্য আলাদা নিজস্ব বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা হয়। বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে বিসিএস লিখিত প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো। আন্তর্জাতিক বিষয়াবলিতে কৌশলী হলে অনেক ভালো নম্বর পাওয়া যায়। এতে তিন ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। প্রশ্ন হয় ৩টি ধাপে। ১. ধারণাগত সমস্যা ২. পরীক্ষামূলক সমস্যা ৩. সমস্যা সমাধান ধারণাগত সমস্যা এই সেকশনে মোট ৪০ নম্বর। এখানে ১০টি উত্তর করতে হয়। ১০টি প্রশ্নের জন্য সময় পাবেন ৭০-৭২ মিনিট। এই অংশে বেশির ভাগই সংজ্ঞা (Definition) আসে। কিছু নির্দিষ্ট টপিকের উত্তর দিতে হবে। প্রাসঙ্গিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সরাসরি মূল প্রসঙ্গে চলে যাবেন এবং পরে ৩-৪টি অনুচ্ছেদের মধ্য দিয়ে মূল প্রসঙ্গ নিয়ে আলোচনাটি শেষ করবেন।

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা - Primary Viva Experience 18.6.22

 প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা  তারিখঃ১৮/৬/২০২২ নামঃ মোঃ বোরহান উদ্দিন  কলেজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়  জেলা:  কিশোর গঞ্জ বোর্ডে ৩ জন ছিলেন। ADC ম্যাম,DPE স্যার, আরেকজন মনে হয় PTI অফিসার। আমিঃ আসতে পারি স্যার?  ADC ম্যামঃ আসুন। আমিঃ ভিতরে ঢুকে সালাম দিলাম।কাগজগুলো dpeo স্যারের হাতে দিলাম।অনুমতি দিলে বসে ধন্যবাদ দিলাম। ADC ম্যামঃ আপনার নাম কি? আমিঃ মোঃ বোরহান উদ্দিন।  বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষাঃ কোন বই পড়বেন? ADC ম্যামঃ আপনার নামের সাথে মিল আছে এমন কিছু বলেন। আমিঃ আমার নামে একটি উপজেলা আছে বোরহান উদ্দিন।   ADC ম্যামঃ সেটা কোন জেলায়? আমিঃ ভোলা জেলায়। DPEO স্যারঃ অনার্সের সার্টিফিকেটের দিকে তাকিয়ে বললেন যাক এতক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন পাইলাম।DPEO স্যার  ADC ম্যামকে ইশারা করে বললেন ম্যাম আমি দুজনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমিঃ মুচকি হাসি দিয়ে দুজনের দিকেই তাকালাম।  ADC ম্যামঃ কিশোরগঞ্জের বাইরে আর কেথায় ঘুরতে গিয়েছেন? আমিঃ দিনাজপুর, রংপুর।  ADC ম্যামঃ দিনাজপুর কেন বিখ্যাত?  আমিঃ সরি ম্যাম এই মুহূর্তে মনে পড়ছে না। ADC ম্যামঃ চাপাইনবাবগঞ্জের একটি স্থলবন্দর এর নাম বলুন।

প্রাইমারি সহকারি শিক্ষক ভাইভা অভিজ্ঞতা- Primary Viva Preparation 2022

  প্রাইমারি সহকারি শিক্ষক ভাইভা অভিজ্ঞতা -১৯/০৬/২০২২ ইং সাইফুলঃ আসবো স্যার? বোর্ডঃ আসো। সাইফুলঃ আসসালামুআলাইকুম স্যার। বোর্ডঃ ওলাইকুম আসসালাম। কোথায় পড়ালেখা করেছো এবং কোন সাবজেক্ট? সাইফুলঃ সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ।  ব্যবস্থাপনা বিষয়ে। বোর্ডঃ তোমার কলেজের নাম ইংরেজিতে লিখো এবং পাশে থেকে আরেকজন প্রশ্ন করলো একজন ব্যবস্থাপকের গুন কি কি? বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা সাইফুলঃ  Government  Debendra College.  ব্যবস্থাপকের গুন- সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, বিচার বিশ্লেষনের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদি। বোর্ডঃ স্বরাষ্ট মন্ত্রীর নাম কি? সাইফুলঃ জনাব আসাদুজ্জামান খান। বোর্ডঃ তোমরা যখন দেবেন্দ্র কলেজে পড়েছো তখন তোমাদের কি রকম ক্লাস হইছে? ৪৪তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা সাইফুলঃ আলহামদুলিল্লাহ্ ভালো স্যার। আমি সপ্তাহে ৫ দিন ক্লাস করেছি। গড়ে ৪ দিন সম্পুর্ন ক্লাস হইছে এবং ১ দিন কলেজে অনুষ্ঠান হইছে। সব মিলিয়ে ভালো ক্লাশ হইছে।। বোর্ডঃ ইংরেজি একটা খবরের কাগজ দিয়ে পড়তে বললো!! সাইফুলঃ আমি ৬/৭ লাইন পড়ার পর ঠিক আছে আর পড়তে হবে না। প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা বোর্ডঃ আচ্ছা প্রা

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা - Primary Viva Preparation

  প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা প্রার্থীর নাম : সাইফুল ইসলাম  ভাইভা অভিজ্ঞতাঃ ঢাকা জেলা(কেরানীগঞ্জ)  সময় ৫-৬ মিনিট। সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম।আরেকটু হলে ডিপিই স্যারের চেয়ারেই বসে পরতাম প্রায় ভুলে😅 যাইহোক, বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষাঃ কোন বই পড়বেন? ম্যামঃ আপনি সাইফুল ইসলাম.? আমিঃ জী। ম্যামঃ আপনার নামের অর্থ বলেন, কালিমা কয়টা ও কী কী এবং কালেমা তামজীদ বলে শোনান,  প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা। আমিঃ সব বললাম কিছুটা ভ্যাবাচেকা খেয়ে(কারন আমি ইংরেজি সাহিত্যের ছাত্র)শুধু কালিমা তামজীদ বাদে( বলতে পারিনি)। ম্যামঃ নামাযের ফরজ কয়টি, এগুলো কে কি বলে? আমি উত্তর করেছি ১৪ টি (কোন কোন রেওয়াতে ১৩ টিও আছে) তারপর কিছু পার্সোনাল প্রশ্ন করলো। ডিসিঃবর্ষাকালে নদীর পানি ঘোলা থাকে ইংরেজি  অনুবাদ করুন। আমিঃ  (প্রথম দিকেই মাথা হ্যাং আমার)অনুবাদ ভাবতে ভাবতেই অন্য  আরেকটা জিজ্ঞেস করলো। ডিসিঃ আমার মাথা ঘুরায় ইংরেজি করুন। আমিঃবলেছিলাম। প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা ডিপিই ম্যামঃ ইংরেজিতে একটা কবিতা বলুন  আমিঃ বললাম Mending Wall এর ৪ লাইন এবং কবিতার বাংলা অর্থসহ বুঝিয়ে বলুন। আমিঃ তাও বললাম। সর্ব

আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ এ সেলস্ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি- ৩০/০৭ Deadline: 30 Jul 2022 আকিজ ফুড অ্যাণ্ড বেভারেজ লিঃ এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস্ অফিসার (এসও) পদে নিয়োগ করা হবে। সেলস অফিসার (এসও) দায়িত্ব ও কর্তব্য: • রুট প্ল্যান অনুযায়ী কাজ করা। • মাসিক সেলস রিপোর্ট তৈরি করা।  • মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা। • দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেয়া। প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম উচ্চ মাধ্যমিক/স্নাতক পাশ। অভিজ্ঞতা: ১-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়স: ২২ থেকে ৩২ বছর (৩০/০৭/২০২২) পর্যন্ত। FMCG (ভোগ্য পণ্য) বিশেষতঃ  জুস, কোমল পানি, দুগ্ধজাত পণ্য, কার্বোনেটেড বেভারেজ, চিপস্, ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। কর্মস্থল:  বাংলাদেশের যেকোনো স্থানে, বেতন: আলোচনা সাপেক্ষে। লক্ষ্য করুন: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেয়া হবে।  ইন্টারভিউতে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা নেয়া হবে এবং উভয়ক্ষেত্রে পাসকৃত প্রার্থীদের কোম্পানির নিয়ম অনুযায়ী বাংলাদেশের যেকোনো স্থানে পোস্টিং দেয়