সফল ভাইভা অভিজ্ঞতা - Viva Experience 2023 প্রার্থীর নাম- মো:তাহমিদুর রহমান বিসিএস প্রশাসন ( সুপারিশকৃত,৪১) মেধাক্রম:৯৭ জেলা:চুয়াডাঙ্গা বিষয় : মাইক্রোবায়োলজি ( জগন্নাথ বিশ্ববিদ্যালয় ) বোর্ড : বিনয় কৃষ্ণ বালা স্যার তারিখ: ২৬-১২-২০২২ সময়:আনুমানিক ১০ -১২ মিনিট সিরিয়াল: মাঝামাঝি। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলাম।সালাম দিলাম। ভেবেছিলাম জেমস বন্ড স্টাইলে ব্লেজারের নিচের বোতাম বাম হাত দিয়ে খুলে গ্র ্যান্ড স্টাইলে চেয়ারে বসব।স্যার প্ল্যান ভেস্তে দিলেন বললেন, বসো বসো। টেইক ইউর সিট। স্যারের তাড়াহুড়োয় আমার জেমস বন্ড ভাইব রুমের ভেন্টিলেটর দিয়ে হাওয়া হয়ে গেল। স্যার: তুমি তাহমিদুর রহমান? আমি: জ্বি স্যার। স্যার: ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়? আমি: জ্বি স্যার। স্যার: সিজিপিএ? আমি: স্যার ৩.৬৪ স্যার: এপিয়ার্ড সার্টিফিকেট দেখছি। মাস্টার্স করোনি? আমি: মাস্টার্স করিনি স্যার। ৪১ রিটেনের সময় মাস্টার্সের ফাইনাল পরীক্ষার শিডিউল দিয়েছিল। শিডিউল ক্র ্যাশ করলে আমি বিসিএস রিটেনকে প্রাধান্য দিয়েছি। Viva Experience 2023 (স্যার এই উত্তরের মাঝামাঝিই ঝাড়ি মেরে থামিয়ে দিলেন) স্যার: মাস্টার্স ...
BCS Exam is most exam in every education life. Bcs is one of the most Job Curricular. If you need any help BCS Exam, Any Job Preparation, BCS Preliminary Preparation, Bank Job Preparation feel free contact me.