Skip to main content

নতুনদের জন্য বিসিএস প্রিলি প্রস্তুতি নির্দেশনা- BCS Preparation

 নতুনদের জন্য বিসিএস প্রিলি প্রস্তুতি নির্দেশনা


১।বাংলা:

অনেকে বাংলা ভালো পারেন।অনেকে গ্রামার কোনভাবেই বুঝে উঠতে পারেন না।তাই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনি বিগত বছরের প্রশ্ন দেখুন।আর যে টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেটা বোর্ড বই থেকে দেখেন।
বানান শুদ্ধি,বাক্য সংকোচন,সমার্থক শব্দ দেখবেন না এই শেষ মুহুর্তে। BCS Preparation

সাহিত্য অংশে পিএসসি নির্ধারিত ১১জন সাহিত্যিকের ভেতর ফররুখ আহমদ বাদ দিয়ে বাকি ১০জন পড়ুন।এর সাথে
পঞ্চপান্ডব,৩ বন্দ্যোপাধ্যায়,শওকত ওসমান, সৈয়দ শামসুল হক,শরতচন্দ্র চট্টোপাধ্যায়,আখতারুজ্জামান ইলিয়াস,শামসুর রাহমান,প্রমথ চৌধুরী,মুনির চৌধুরী,জহির রায়হান,হুমায়ুন আজাদ,সেলিম আল দ্বীন,জীবনানন্দ দাশ,হাসান আজিজুল হক,আলাউদ্দিন আলা আজাদ।
এর বাইরে লেখক ও কবিদের ছদ্মনাম,ইয়ং বেংগল,মুক্তিযুদ্ধ,ভাষা আন্দোলন,গণভ্যুত্থান ও দেশ ভাগ নিয়ে রচিত সাহিত্য কর্ম শেষ সময়ে দেখে যাবেন।

২। ইংরেজিঃ


সাহিত্যতে যেভাবে প্রশ্ন হচ্ছে সেখানে গভীরভাবে না পড়লে ৬/৭ এর বেশি পাওয়া কঠিন।তাই এখানের জন্য আপনি যেভাবে প্রস্তুত ততটুকুই পড়ুন।শেষ সময়ে এসে নিজের প্লান পাল্টাবেন না।
গ্রামারে Subject Verb agreement,Voice,Parts of Speech,Gerund,Participle,Clause,Phrase এসব দেখুন।
শেষ সময়ে preposition,phrase and idioms এসব মুখস্ত পড়া দেখে সময় নষ্ট করবেন না। BCS Preparation

৩।গণিত+মানসিক দক্ষতাঃ

এখানে শেষ সময়ের প্রস্তুতি বলতে কিছু নাই।যার ব্যাসিক ভালো তার না দেখলেও হবে।
আর ব্যাসিক কম+ভয়ে থাকেন তাদের বলবো নিজে তো কম করে হলেও কিছু পারেন সেগুলো দেখেন যেন আসলে ভুল না হয়।ম্যাথ আপনি দাগাবেনও শেষে যেন মাথা শেষেই গরম হয়। bdjobs
আর আপনি বেশি বেশি সময় দিন মানসিক দক্ষতায়।বিগত প্রিলি+লিখিত আপনি অবশ্যই দেখে যাবেন।কারণ রিপিট আসেই।

৩।সাধারণ জ্ঞানঃ

সিলেবাস অনেক বড়।আর টপিকেরও সাব টপিক আছে।তবে শেষ সময়ে এটা পড়তেই ভালো লাগে বেশি যেহেতু লজিক কম। BCS Preparation

বাংলাদেশ বিষয়াবলীঃ
১। মুক্তিযুদ্ধের ইতিহাস (১৯৪৭-৭১)
২।বাংলাদেশের সংবিধান
৩। বাংলাদেশের জনসংখ্যা
৪।বাংলাদেশের অর্থনীতি(এখানে সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়।তাই সাম্প্রতিকে জোর দিন।)
৫।সরকার ব্যবস্থা

আন্তর্জাতিকঃ

১।আন্তর্জাতিক সংস্থা, তাদের সদর দপ্তর, প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যা
২।আন্তর্জাতিক অস্ত্রচুক্তি,চুক্তির সাল
৩।বিখ্যাত প্রণালী
৪।পরিবেশ ও জলবায়ু অধ্যায়।bdjobs

৪।নৈতিকতা ও সুশাসনঃ

পরামর্শ দেবার যোগ্যতা নেই আসলে।৩টা বিসিএস বিসিএস দেওয়ার সুযোগ হয়েছে।
৪০ এ ১ পেয়েছি।
৪১ এ. ৫ পেয়েছি।
৪৩ এ -.৫ খেয়েছি।

৫।ভূগোলঃ

বোর্ড বই সবার পড়া আছে আশা করি।পড়া থাকলে ৫/৬ আপনি নিশ্চিত পাবেন।একদিন ৩/৪ ঘন্টা পরে রিভিশান দিয়ে দিন

৬।বিজ্ঞানঃ

৪০,৪১ ও ৪৩ প্রিলির প্রশ্ন দেখে বোঝা যায় খুব কঠিন প্রস্ন হচ্ছে।নন সায়েন্সদের বেশ সমস্যা হচ্ছে।ওনারা আশা করি নিজেদের প্রস্তত করেছেন।
বিগত প্রশ্ন দেখুন।৮/১০ ভালো মার্কস ৪০,৪১,৪৩ বিবেচনায়।আপনি কোথায় আছে৷ যাচাই করে দেখুন।

তারপরও জীববিজ্ঞান ও এর বিভিন্ন শাখা,উদ্ভিদের বিভিন্ন অংশ,রক্ত,খাদ্য,রোগ,আলো,চুম্বক,বিদ্যুৎ,তড়িৎ কোষ,অম্ল,ক্ষার ও লবণ ইত্যাদি দেখে যেতে পারেন।

৭।কম্পিউটারঃ

কম্পিউটারের ইতিহাস পড়তে যাবেন না।

ইনপুট আউটপুট ডিভাইস,সিপিইউ,মেমোরি, কম্পিউটার বাস,কম্পিউটারের নাম্বার ব্যবস্থা,অপারেটং সিস্টেম,ফার্মওয়্যার,অনুবাদক সফটওয়্যার,ভাইরাস ও ডেটাবেজ সিস্টেম পড়ুন শেষ সময়ে।

৮।তথ্যপ্রযুক্তিঃ

কম্পিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং,ব্লুটুথ,ওয়াইফাই,ওয়াইম্যাক্স,আইপি এড্রেস,ডোমেইন নেম,WWW,ইমেইল,সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সদর দপ্তর ও সিইও।

পরীক্ষার হলে কীভাবে দাগাবো?

পরীক্ষার হলে বসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল বুঝতে পারা প্রশ্নটি কেমন হলো?সহজ কথায় কাট মার্ক রেঞ্জ কেমন হবে আর আমি কয়টা দাগাবো।এটা বুঝতে পারা খুব কঠিন কাজ।কোভিডের লক ডাউন কাট মার্কস আগের থেকে ৪/৫ বাড়ায়ে দিয়ে গিয়েছে!!

দেখেন আপনি যদি সিরিয়াস স্টুডেন্ট হন তাহলে কয়টা দাগাবো এ প্রশ্ন আপনার জন্য না কারণ আপনি পারবেন ও বেশি আর সংখ্যা আপনার কাসে গুরুত্বপূর্ণ নয়।

তবে যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য এক গোলক ধাধা।
আমার মতে ১৩০-১৫০ এই রেঞ্জে দাগিয়ে আসে ভালো।
যা দাগাবো সঠিক দাগাবো এভাবে হলেও ১৩০ এর কম দাগানো উচিত হবে না কারণ কিছু ভুল হবেই।আবার সব তো কমন এভাবে দাগাতে দাগাতে ১৫০ এর বেশি দগানো ঠিক হবে না।
এখানে বেশি পেয়ে লাভ নাই।

আর প্রতিটি প্রশ্ন দাগানোর সময় নাম্বার দেখে দাগাবেন।মানে প্রশ্ন ১৪৩ এর উত্তর খ এটা প্রশ্নে দেখবেন আবার ওএমআরে দাগানোর সময় ও ১৪৩ এর খ দেখে দাগাবেন।নয়তো পারা ২/৩ টা প্রশ্ন নেগেটিভের খাতায় চলে যাবে যা আর রিকাভার করা সম্ভব না।
অনেকে গিয়ে বলবে আমি অমুক কোচিং টপার।এদের থেকে সাবধান।কারণ যে টপার সে বুদ্ধিমান লোক।উনি জানেন এই ভাষণ দেওয়া মানে সবাই ওনাকে বিরক্ত করবে।এটা কোন সিরিয়াস ক্যান্ডিডেটই চান না।


Saifuzzaman Sumon
Recommended as
Assistant Superintendent Of Police(40th BCS)
Merit-30.

Comments

Popular posts from this blog

BCS Written book List

  বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা  BCS Written book List জাহাঙ্গীর কবির অনিক, সহকারী পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ। অনেকে লিখিত পরীক্ষার জন্য অনেক বইয়ের কথা বলে থাকেন। তাই যারা নতুন তারা অল্প সময়ে প্রস্তুতির সময়ে অনেক অনেক বইয়ের কথা শুনে হতাশায় ভুগে থাকেন। আসলে এত এত বই না পড়ে একদম প্রিসাইজ পড়া উচিত।  অনেকে ইনবক্সে লিখিত প্রস্তুতির জন্য বইয়ের লিস্ট চেয়েছেন। আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে এই ব্যাপারে আলোকপাত করছি। নিচের বইগুলো পড়লেই লিখিত পরীক্ষার জন্য মোর দেন ইনাফ। #### বাংলাঃ ১/ Assurance বাংলা লিখিত গাইডঃ ব্যাকরণ এর সব টপিক, ভাব সম্প্রসারণ, সারাংশ,রচনা, পত্র এর জন্য ২/ শীকর বাংলা লিখিত বইঃ সাহিত্য অংশের জন্য ৩/ শীকর গ্রন্থ সমালোচনাঃ গ্রন্থ সমালোচনা এর জন্য *** সমর সেনের বাগধারা, সৌমিত্র শেখর এর বই পড়ার কোন দরকার নেই। #### ইংরেজিঃ ১/ English Reading Skill by Prof Ataul Haque : Comprehension চর্চার জন্য। ২/ Assurance English written book: grammar, letter, Essay অংশ চর্চার জন্য। ৩/ Vocabulary চর্চার জন্য প্রিলি তে যে যেটা পড়েছেন সেটাই ঝালাই করবেন। ( সাইফুর ভোকাবুলারি বা Word smart ব

46th BCS Viva Preparation 2023

46th BCS Viva Preparation 2023   যে-কোন জব ভাইভাতে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন করা হয়েই থাকে। একজন চাকরি প্রত্যাশী প্রার্থীর নিজ জেলা সম্পর্কে আসলে কোন কোন তথ্য জানা প্রয়োজন তা এই লেখা থেকে বুঝে নিতে পারবেন। আমার নিজ জেলা ঢাকা, তাই আমি ঢাকা জেলার বিভিন্ন তথ্য দিয়ে এটা সাজিয়েছি। আপনিও আপনার নিজ জেলা সম্পর্কে এভাবে গুছিয়ে লিখে রাখতে পারেন। আর যাদের নিজ জেলা ঢাকা, তাদের তো একাদশে বৃহস্পতি এই মহাযোগ্য ফ্রীতে পাওয়ায় ঢাকার বাসিন্দারা অবশ্যই আমাকে উপঢৌকন দিবেন আশাকরি: ৪৬ তম বিসিএস ভাইভার প্রস্তুতি হিসেবে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে দ্রুত আমাদের ভাইভা কোর্সে ভর্তি হয়ে যান। ভর্তি হতে পেইজে ইনবক্স করুন। বিঃদ্রঃ খুব তাড়াতাড়িই এই পোস্ট-টি ডিলেট করে দেওয়া হবে। সুতরাং দ্রুত সংরক্ষণ করুন। আপনি ঢাকার সন্তান? কতটুকু জানেন এই মেগাসিটি সম্পর্কে! Witten by: নাজমুল হাসান 38 BCS Cadre Home District: Dhaka আমার ঢাকা: "The City of Heritage and Hospitality" 46th BCS Viva Preparation  ঢাকা জেলার আয়তন ও ভৌগোলিক অবস্থান: সমগ্র ঢাকা জেলার আয়তন: ১৪৬৩.৬০ বর্গ কিলোমিটার। ঢাকা মহানগরীর আয়তন: ২৬৯

BCS Preliminary Preparation & BCS Book List

  বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সম্পর্কিত কিছু কথা:  BCS Preliminary Preparation & BCS Book List সোহেল রহমান শাস্ত্রী সুপারিশপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (৪র্থ) বিসিএসে সফলতা প্রাপ্তি দীর্ঘ সময়ের একটি নিরন্তর প্রচেষ্টা ছাড়া যেমন অসম্ভব, তেমনি ভাগ্যও এখানে অনেক বড় ফ্যাক্টর! এই বাস্তবতা মেনে নিয়েই বিসিএসের এই মহাপ্রতিযোগে নামতে হবে।  ধৈর্য, একাগ্রতা আর ভাগ্যের প্রতি বিশ্বাস রেখে নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে পারলেই সফলতা ধরা দিতে বাধ্য। বিসিএসের প্রিলি বাছাই নয়, মূলত ছাটাই পরীক্ষা, যেখানে চার-সাড়ে চার লাখের মধ্যে শতকরা ৯৫-৯৬ জন ছাটাই হয়ে যায়! তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করুন। BCS Preliminary Preparation & BCS Book List আমি বিসিএসের প্রস্তুতি শুরু করেছিলাম দ্বিতীয় বর্ষের শেষের দিকে, মোটামুটি বলা চলে পূর্ণরূপ প্রস্তুতি তৃতীয় বর্ষ থেকে।  এজন্য আমি প্রায় সবাইকেই বলি তৃতীয় বর্ষই প্রস্তুতি শুরুর উত্তম সময়। আমার শুরুটা হয়েছিল গণিত লিখিত ও বাংলা লিখিত দিয়ে। হ্যা, আমি প্রিলিমিনারি প্রস্তুতির আগেই এই দুটো বিষয়ে লিখিত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিলাম। স্কুল-কলেজে বিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায়