Skip to main content

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি মানসিক দক্ষতা- BCS Preparation

 

 বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি -মানসিক দক্ষতা

মানসিক দক্ষতাঃ ৫০ নম্বর ; সময়ঃ ১ ঘন্টা 

প্রস্তুতি কৌশল:

বইপত্র সংগ্রহ

১। Test Your Intelligence: ISSB & Psychology
Published by: Dogar Brothers
২ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভনিং এমবিএ (EMBA) ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক ।
৩। ভালো প্রকাশনীর বিসিএস পরীক্ষার মানসিক দক্ষতার উপর রিটেন পরীক্ষার ১টি গাইড বই ।
৪। বিগত বছরের প্রশ্ন ব্যাংক । 

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল বাংলা

সিলেবাস এনালাইসিস

ক) লিখিত পরীক্ষার জন্য মানসিক দক্ষতার যে ৬টি টপিক দেওয়া আছে ঠিক একই টপিক দেওয়া আছে প্রিলিমিনারি সিলেবাসেও। তাই প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নিতে বলেছি, ঠিক ভাবে তি নিতে হবে লিখিত পরীক্ষার জন্যও।
খ) লিখিত পরীক্ষা হলেও মানসিক দক্ষতা বিষয়টির উপর ও প্রিলিমিনারির মতোই MCQ প্রশ্ন থাকবে। তাই গণিতে যারা দুর্বল, তারা মানসিক দক্ষতায় বেশি নম্বর স্কোর করে এগিয়ে থাকতে পারেন । সুযোগ কাজে লাগাতে হবে।
গ) সমস্যার ধরন ও সমাধান প্রক্রিয়া আত্মস্থ করে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে ।

বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা

যেভাবে পড়বেন

মানসিক দক্ষতা অংশের প্রশ্নগুলো খুব কনফিউজিং হয়ে থাকে। তাই আপনাকে হতে হবে যথেষ্ট কৌশলী ও সতর্ক। 

প্রশ্নের ধরনের সাথে আগে থেকে ভালোভাবে পরিচিত না হলে পরীক্ষার হলে ভড়কে যেতে পারেন । তাই সবার আগে জানতে হবে আপনার সিলেবাসের টপিকগুলো কী কী । তারপরে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে বসুন । প্রশ্ন সমাধান করতে গেলে দেখবেন কিছুই মিলছে না । রবিঠাকুর থেকে ধার নিয়ে বলতে হয় - সহজ চিন্তা যায় না করা সহজে!

৪৪তম বিসিএস প্রিলিমিনারির শেষ মুহূর্তের প্রস্তুতি

এই অংশে ভালো করতে চাইলে আপনাকে Facebook ছেড়ে Google এর কাছে যেতে হবে । অনলাইনে প্র্যাকটিস করার জন্য প্রচুর Contents আছে । ভালো ২-৩ টা ওয়েবসাইট থেকে Verbal Reasoning, Problem Solving, Spelling and Language, Mechanical Reasoning, Space Relation, Numerical Ability 43 টপিকগুলোতে ভালো করার কৌশল রপ্ত করুন। কয়েকটি নামকরা ওয়েব সাইট এর URL নিম্নে দেওয়া হলো:
Indibix.com, verbalreasoningtest.org, wikijob.co.uk
তারপর নিম্নের Apps গুলো Google Play Store থেকে ডাউনলোড
করে টপিকগুলো চর্চা করুন:

  • Pocket Verbal Ability (Sindu Rajon)
  • IQ and Aptitude Test Practice ( Langis)
  • Logical, mumerical, and spatial test App
  • Aptitude Test Preparation (Placecom-Interview Prep
  • Aptitude, Logical Reasoning & Verbal Ability App
  • Logical Reasoning Test by Nithra

এই বিষয়গুলোর উপর অনেক লেকচার অনলাইনে পাওয়া যায় ।

বিসিএস সর্ম্পকে  যানতে BCS

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে  Job Circular

বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে  Viva Experience

বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION

পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট  থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/

অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial

ওয়েবসাইট: https://abcsexam.blogspot.com/

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।


 

Comments

Popular posts from this blog

BCS Written book List

  বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা  BCS Written book List জাহাঙ্গীর কবির অনিক, সহকারী পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ। অনেকে লিখিত পরীক্ষার জন্য অনেক বইয়ের কথা বলে থাকেন। তাই যারা নতুন তারা অল্প সময়ে প্রস্তুতির সময়ে অনেক অনেক বইয়ের কথা শুনে হতাশায় ভুগে থাকেন। আসলে এত এত বই না পড়ে একদম প্রিসাইজ পড়া উচিত।  অনেকে ইনবক্সে লিখিত প্রস্তুতির জন্য বইয়ের লিস্ট চেয়েছেন। আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে এই ব্যাপারে আলোকপাত করছি। নিচের বইগুলো পড়লেই লিখিত পরীক্ষার জন্য মোর দেন ইনাফ। #### বাংলাঃ ১/ Assurance বাংলা লিখিত গাইডঃ ব্যাকরণ এর সব টপিক, ভাব সম্প্রসারণ, সারাংশ,রচনা, পত্র এর জন্য ২/ শীকর বাংলা লিখিত বইঃ সাহিত্য অংশের জন্য ৩/ শীকর গ্রন্থ সমালোচনাঃ গ্রন্থ সমালোচনা এর জন্য *** সমর সেনের বাগধারা, সৌমিত্র শেখর এর বই পড়ার কোন দরকার নেই। #### ইংরেজিঃ ১/ English Reading Skill by Prof Ataul Haque : Comprehension চর্চার জন্য। ২/ Assurance English written book: grammar, letter, Essay অংশ চর্চার জন্য। ৩/ Vocabulary চর্চার জন্য প্রিলি তে যে যেটা পড়েছেন সেটাই ঝালাই করবেন। ( সাইফুর ভোকাবুলারি বা Word smart ব

46th BCS Viva Preparation 2023

46th BCS Viva Preparation 2023   যে-কোন জব ভাইভাতে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন করা হয়েই থাকে। একজন চাকরি প্রত্যাশী প্রার্থীর নিজ জেলা সম্পর্কে আসলে কোন কোন তথ্য জানা প্রয়োজন তা এই লেখা থেকে বুঝে নিতে পারবেন। আমার নিজ জেলা ঢাকা, তাই আমি ঢাকা জেলার বিভিন্ন তথ্য দিয়ে এটা সাজিয়েছি। আপনিও আপনার নিজ জেলা সম্পর্কে এভাবে গুছিয়ে লিখে রাখতে পারেন। আর যাদের নিজ জেলা ঢাকা, তাদের তো একাদশে বৃহস্পতি এই মহাযোগ্য ফ্রীতে পাওয়ায় ঢাকার বাসিন্দারা অবশ্যই আমাকে উপঢৌকন দিবেন আশাকরি: ৪৬ তম বিসিএস ভাইভার প্রস্তুতি হিসেবে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে দ্রুত আমাদের ভাইভা কোর্সে ভর্তি হয়ে যান। ভর্তি হতে পেইজে ইনবক্স করুন। বিঃদ্রঃ খুব তাড়াতাড়িই এই পোস্ট-টি ডিলেট করে দেওয়া হবে। সুতরাং দ্রুত সংরক্ষণ করুন। আপনি ঢাকার সন্তান? কতটুকু জানেন এই মেগাসিটি সম্পর্কে! Witten by: নাজমুল হাসান 38 BCS Cadre Home District: Dhaka আমার ঢাকা: "The City of Heritage and Hospitality" 46th BCS Viva Preparation  ঢাকা জেলার আয়তন ও ভৌগোলিক অবস্থান: সমগ্র ঢাকা জেলার আয়তন: ১৪৬৩.৬০ বর্গ কিলোমিটার। ঢাকা মহানগরীর আয়তন: ২৬৯

BCS Preliminary Preparation & BCS Book List

  বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সম্পর্কিত কিছু কথা:  BCS Preliminary Preparation & BCS Book List সোহেল রহমান শাস্ত্রী সুপারিশপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (৪র্থ) বিসিএসে সফলতা প্রাপ্তি দীর্ঘ সময়ের একটি নিরন্তর প্রচেষ্টা ছাড়া যেমন অসম্ভব, তেমনি ভাগ্যও এখানে অনেক বড় ফ্যাক্টর! এই বাস্তবতা মেনে নিয়েই বিসিএসের এই মহাপ্রতিযোগে নামতে হবে।  ধৈর্য, একাগ্রতা আর ভাগ্যের প্রতি বিশ্বাস রেখে নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে পারলেই সফলতা ধরা দিতে বাধ্য। বিসিএসের প্রিলি বাছাই নয়, মূলত ছাটাই পরীক্ষা, যেখানে চার-সাড়ে চার লাখের মধ্যে শতকরা ৯৫-৯৬ জন ছাটাই হয়ে যায়! তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করুন। BCS Preliminary Preparation & BCS Book List আমি বিসিএসের প্রস্তুতি শুরু করেছিলাম দ্বিতীয় বর্ষের শেষের দিকে, মোটামুটি বলা চলে পূর্ণরূপ প্রস্তুতি তৃতীয় বর্ষ থেকে।  এজন্য আমি প্রায় সবাইকেই বলি তৃতীয় বর্ষই প্রস্তুতি শুরুর উত্তম সময়। আমার শুরুটা হয়েছিল গণিত লিখিত ও বাংলা লিখিত দিয়ে। হ্যা, আমি প্রিলিমিনারি প্রস্তুতির আগেই এই দুটো বিষয়ে লিখিত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিলাম। স্কুল-কলেজে বিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায়