প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা। প্রার্থীর নাম : দিনার হোসেন সৌরভ নিজ জেলাঃ নরসিংদী, সময়ঃ ১৬-০৬-২০২২ ইং, বিকেল ৬.৫০ মিনিট। টাইম ডিউরেশনঃ ৮/১০ মিনিট। সাবজেক্টঃ রাষ্ট্রবিজ্ঞান। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। বোর্ডের কাছাকাছি গিয়ে সালাম দিলাম।চেয়ারের পাশে গিয়ে দাঁড়াতেই বসতে বললেন। এডিসি স্যারঃ সাবজেক্ট ও বিদ্যাপীঠ এর নাম জিজ্ঞেস করলেন। আমিঃ বললাম। ডিপিইও স্যারঃআপনার সার্টিফিকেট গুলো দিন। ডিসি স্যারঃ linking word দিয়ে একটি বাক্য গঠন করুন আমিঃ মাথায় যা কমন বাক্য আসলো তাই বললাম( he is poor but honest. ডিসি স্যার বললেন এতো সহজ বাক্যে নয় complex এ বলুন। আমিঃ একটু চিন্তা করে বললাম যা মাথায় আসছে তাই বললাম 🙄( although sadiya is a good student but she did not get good result) ডিসি স্যারঃ but কই থেকে আসলো complex sentence e? আমি: puzzled হয়ে গেছিলাম স্যার। এডিসি স্যার আমাকে বললো get hobe na got hobe? আমি একবার বললাম got আরেক বার get. স্যার বললেন get right.🙄 এডিসি স্যার ঃ আপনার প্রাইমারি স্কুলের কথা মনে আছে? আমিঃ জি স্যার। এডিসিঃ কোন শিক্ষক এর কথা মনে পড়ে...
BCS Exam is most exam in every education life. Bcs is one of the most Job Curricular. If you need any help BCS Exam, Any Job Preparation, BCS Preliminary Preparation, Bank Job Preparation feel free contact me.