Skip to main content

BCS Written Preparation

 
BCS Written Preparation

বিসিএস লিখিত প্রস্তুতি কিভাবে শুরু করবেন?

দিদার নূর
এএসপি,৩৭তম বিসিএস

কাট মার্কস নিয়ে ময়নাতদন্ত রেজাল্টের অাগের দিন পর্যন্ত চলতেই থাকবে।যারা প্রিলিমিনারি পাস করার ব্যাপারে অাত্নবিশ্বাসী তারা সময় নষ্ট না করে এখন থেকেই লিখিতের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিন।

কারন রেজাল্টের পর লিখিত প্রস্তুতির জন্য সময় পাবেন খুব কম।লিখিত পরীক্ষায় ভাল নম্বর অর্জন করতে পারলে অাপনি যে ক্যাডার হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই।যাইহোক লিখিত নিয়ে কিছু বিষয় শেয়ার করছি অাশা করি একটু হলেও উপকৃত হবেন-

১.৩৫-৪১তম বিসিএসের প্রশ্নগুলো বেশ কয়েকবার দেখুন।এতে অাপনি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন।প্রশ্ন সংগ্রহে না থাকলে  লাইব্রেরি থেকে বিগত বছরের বিসিএস লিখিত পরীক্ষাসমূহের প্রশ্নব্যাংক কিনে নিন।এখানে অাপনি বিগত বিসিএসসমূহের সব প্রশ্ন একত্রে পেয়ে যাবেন।

২.বাড়তি বই না কিনে যেকোন ভাল প্রকাশনীর একসেট বই কিনুন।

৩. রিটেনের জন্য যত বেশি বই কিনবেন ততবেশি ধরা খাবেন।কারন অল্পসময়ে সব পড়তে গিয়ে শেষে অার কোনটাই পড়া হয় না।তাই অন্যের কথায় প্রয়োজনের অতিরিক্ত বই কেনা থেকে অন্তত এসময়টাতে বিরত থাকুন।যেকয়টা বই কিনবেন তা খুব ভাল করে পড়বেন।অাপনার দরকার ক্যাডার হওয়া, বিসিএস বিশেষজ্ঞ হওয়া না।

৪.এখন থেকেই ফ্রি হ্যান্ড রাইটিং ও অনুবাদ চর্চা শুরু করে দিন।প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা অাপনার লেখার কোয়ালিটিকে অনেক বাড়িয়ে দিবে।

বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা

৫.অনুবাদ চর্চার  সময় অাক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করতে চেষ্টা করুন।অনুবাদ চর্চা প্রথমদিকে একটু বিরক্তিকর ও কঠিন মনে হলেও নিয়মিত চর্চা করতে থাকলে দেখবেন যেকোন বিষয়ে অনুবাদ করার পারঙ্গমতা অাপনার মধ্যে চলে অাসছে।

৬.প্রতিদিন অন্তত দশটি Appropriate preposition ও   দশটি ইংরেজি শব্দের অর্থ শেখার চেষ্টা করুন।অনুবাদের সময় এটা অনেক কাজে দিবে।

বিসিএস লিখিত এবং ভাইভা প্রস্তুতি

৭.যারা বিজ্ঞানে একটু দুর্বল তারা ইউটিউবে বিজ্ঞানের বেসিক বিষয়ের উপর টিউটোরিয়াল ভিডিওগুলো দেখুন।ইউটিউবে বিসিএসের সিলেবাসের সাথে রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে।এগুলো অাপনার বিজ্ঞানের বেসিক বৃদ্ধিতে বেশ সহায়তা করবে বলে অামার বিশ্বাস ।

৮.প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস না থাকলে এখন থেকেই পড়ার চেষ্টা করুন। পত্রিকা পড়ার সময় শুধু বিসিএসের সাথে রিলেটেড -সম্পাদকীয়,অর্থনীতি,সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড,জলবায়ু পরিবর্তন,নতুন প্রণীত অাইন,অান্তর্জাতিক,বিভিন্ন দেশের সাথে সমঝোতা স্মারক, চুক্তি,বিভিন্ন অান্তর্জাতিক সম্মেলনের গৃহীত সিদ্ধান্ত প্রভৃতি  বিষয়গুলো পড়ুন।দুনিয়ার সব খবর রাখতে গেলে অাপনার অযথা সময় নষ্ট হবে।

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল বাংলা

৯.ডাটা, উদ্ধৃতির জন্য একটি হ্যান্ডনোট করুন।পত্রিকা পড়া কিংবা গাইডবই পড়ার সময় যেসব ডাটা ও উদ্ধৃতি অাপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে তা হ্যান্ডনোটে লিখে রাখুন।হ্যান্ডনোট করার সুবিধা হলো একসাথে গোছানো থাকলে ডাটা, উদ্ধৃতি সহজে মনে থাকে ও পরীক্ষার খাতায় লেখা সহজ হয়।

১০.বিগত বছরের ও পরীক্ষায় অাসার মত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে নিজের জন্য একটি প্রশ্নব্যাংক তৈরি করুন।প্রতিটি বিষয়ের প্রশ্নব্যাংকের জন্য অালাদা খাতা সংরক্ষণ করুন।

বিসিএস লিখিতের জন্য প্রচুর তথ্য মনে রাখতে হয়।এই অল্পসময়ে অসংখ্য তথ্য মনে রাখাটাও খুব কষ্টের।প্রত্যেকেই এজন্য কিছু ইউনিক সিস্টেম ফলো করে।বিভিন্ন বিষয়ের তথ্যসমূহ মনে রাখতে অাপনি নিজেই নিজের জন্য কিছু কৌশল খুঁজে বের করুন।লিখিত প্রস্তুতির সময়  তথ্য সহজে মনে রাখার জন্য অামি কিছু পদ্ধতি অনুসরণ করেছিলাম।পরবর্তী কোন এক লেখায়  তা শেয়ার করার ইচ্ছা পোষণ করছি।
সবাই ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ।


Comments

Popular posts from this blog

BCS Written book List

  বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা  BCS Written book List জাহাঙ্গীর কবির অনিক, সহকারী পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ। অনেকে লিখিত পরীক্ষার জন্য অনেক বইয়ের কথা বলে থাকেন। তাই যারা নতুন তারা অল্প সময়ে প্রস্তুতির সময়ে অনেক অনেক বইয়ের কথা শুনে হতাশায় ভুগে থাকেন। আসলে এত এত বই না পড়ে একদম প্রিসাইজ পড়া উচিত।  অনেকে ইনবক্সে লিখিত প্রস্তুতির জন্য বইয়ের লিস্ট চেয়েছেন। আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে এই ব্যাপারে আলোকপাত করছি। নিচের বইগুলো পড়লেই লিখিত পরীক্ষার জন্য মোর দেন ইনাফ। #### বাংলাঃ ১/ Assurance বাংলা লিখিত গাইডঃ ব্যাকরণ এর সব টপিক, ভাব সম্প্রসারণ, সারাংশ,রচনা, পত্র এর জন্য ২/ শীকর বাংলা লিখিত বইঃ সাহিত্য অংশের জন্য ৩/ শীকর গ্রন্থ সমালোচনাঃ গ্রন্থ সমালোচনা এর জন্য *** সমর সেনের বাগধারা, সৌমিত্র শেখর এর বই পড়ার কোন দরকার নেই। #### ইংরেজিঃ ১/ English Reading Skill by Prof Ataul Haque : Comprehension চর্চার জন্য। ২/ Assurance English written book: grammar, letter, Essay অংশ চর্চার জন্য। ৩/ Vocabulary চর্চার জন্য প্রিলি তে যে যেটা পড়েছেন সেটাই ঝালাই করবেন। ( সাইফুর ভোকাবুলারি ব...

46th BCS Viva Preparation 2023

46th BCS Viva Preparation 2023   যে-কোন জব ভাইভাতে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন করা হয়েই থাকে। একজন চাকরি প্রত্যাশী প্রার্থীর নিজ জেলা সম্পর্কে আসলে কোন কোন তথ্য জানা প্রয়োজন তা এই লেখা থেকে বুঝে নিতে পারবেন। আমার নিজ জেলা ঢাকা, তাই আমি ঢাকা জেলার বিভিন্ন তথ্য দিয়ে এটা সাজিয়েছি। আপনিও আপনার নিজ জেলা সম্পর্কে এভাবে গুছিয়ে লিখে রাখতে পারেন। আর যাদের নিজ জেলা ঢাকা, তাদের তো একাদশে বৃহস্পতি এই মহাযোগ্য ফ্রীতে পাওয়ায় ঢাকার বাসিন্দারা অবশ্যই আমাকে উপঢৌকন দিবেন আশাকরি: ৪৬ তম বিসিএস ভাইভার প্রস্তুতি হিসেবে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে দ্রুত আমাদের ভাইভা কোর্সে ভর্তি হয়ে যান। ভর্তি হতে পেইজে ইনবক্স করুন। বিঃদ্রঃ খুব তাড়াতাড়িই এই পোস্ট-টি ডিলেট করে দেওয়া হবে। সুতরাং দ্রুত সংরক্ষণ করুন। আপনি ঢাকার সন্তান? কতটুকু জানেন এই মেগাসিটি সম্পর্কে! Witten by: নাজমুল হাসান 38 BCS Cadre Home District: Dhaka আমার ঢাকা: "The City of Heritage and Hospitality" 46th BCS Viva Preparation  ঢাকা জেলার আয়তন ও ভৌগোলিক অবস্থান: সমগ্র ঢাকা জেলার আয়তন: ১৪৬৩.৬০ বর্গ কিলোমিটার। ঢাকা মহানগরীর আয়তন: ২৬৯...

Bangladesh Bank Job Exam Preparation & Book List

বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষাঃ কোন বই পড়বেন? এডি (জেনারেল) নিয়োগের সার্কুলার অলরেডি পেয়ে গেছেন। প্রিলি এক্সাম আসতে আসতে হাতে মোটামুটিভাবে পাঁচ-ছয়মাস সময় পেতে পারেন। Bank Job Preparation এই পাঁচ-ছয় মাসে কোন টপিকের জন্য কি কি বই পড়লে ভালো হবে তা নিয়ে অনেক মেসেজ পেয়েছি। আমি সাধারণত বইয়ের লিস্ট দিই না। কিন্তু এতো মানুষ এটার জন্য রিকুয়েস্ট করছে এজন্য না দিয়ে পারলাম না। এডি (জেনারেল) নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে পাঁচটি সাবজেক্ট থেকে। গণিত, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান আর আইটি। আমি সবগুলো সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে বলার চেষ্টা করছিঃ বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল বাংলা 👉গণিতঃ বেসিক কিছুটা ভালো না থাকলে পাঁচ মাসে ম্যাথস কাভার করাটা কষ্টকর। তবুও যারা এই পাঁচ মাসের মধ্যেই কিছু একটা করবেন এরকম টার্গেট করে আছেন তাদের জন্য আমার পরামর্শ প্রথমে "কাপলান জিআরই/জিম্যাট ম্যাথ ওয়ার্কবুক" টা শেষ করে ফ্যালেন।  এর সাথে কম্বিনেটরিকস এবং সেট এর অংকগুলো করবেন এইচএসসির ম্যাথস বই থেকে এবং প্রোব্যাবিলিটি করবেন নোভা'র  জিম্যাট ম্যাথ বাইবেল থেকে (প্রোব্যাবিলিটি থেকে ব্যাংক জব নিয়োগ পরীক্...